রামুতে হিন্দু ধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী মহোৎসব সম্পন্ন

রামু প্রতিনিধি :

রামু উপজেলায় ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ (মহোৎসব)। শনিবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের হিন্দুপাড়া সর্বজনীন দূর্গা মন্দিরে অনুষ্ঠিত এ ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটে।

উৎসবে ব্রাহ্মণবাড়িয়ার শ্রী ভক্ত প্রহলাদ, গোপালগঞ্জের শ্রী ব্রজশ্রী, কক্সবাজারের প্রাণগৌর ও চট্টগ্রামের শ্রী কালী বাড়ি গীতাসংঘ সম্প্রদায় নামসূধা পরিবেশন করেন।

ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে উৎসব প্রাঙ্গণ। অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজক কমিটি।

এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে ৩ দিন ব্যাপী এ মহোসৎবের সমাপ্তি পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হিন্দুপাড়া সর্বজনীন দূর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপংকর ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রামু থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পলাশ চন্দ্র সিংহ, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আজিজ ও মহোৎসবের দাতা অমল ধর।

এতে পরিমল ধর, ডাঃ সুরেশ, ডাঃ শ্যামল শর্মা, কাজল ধর, স্বপন ধর, দীলিপ ধর, অঞ্জল ধর, বাদল ধর, রবি ধরসহ অনেকেই উপস্থিত ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় মহোৎসব পরিদর্শন করেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রামু উপজেলা সংসদের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন রামু উপজেলা সংসদের সভাপতি অর্পণ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক জয় বড়ুয়া, কাউয়ারখোপ ইউনিয়ন কমিটির সভাপতি ওবায়দুল হক, স্থানীয় ছাত্র ইউনিয়ন নেতা গিয়াস উদ্দিন টিটু ও আব্দুর রাজ্জাক প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন