লংগদুতে রাবেতা হাসপাতালে ৩ দিনের বিশেষ সার্জারি ক্যাম্প

DSC02586

লংগদু (রাঙামাটি) সংবাদদাতা :

রাঙামাটির লংগদু উপজেলার রাবেতা হাসপাতালের উদ্যোগে তিন দিনব্যাপী বিশেষ সার্জারি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ২২-২৪ জুন তিন দিনব্যাপী এই বিশেষ সার্জারি ক্যাম্প পরিচালনা করেন, ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. মোহাম্মদ আলী ।

এসময় সহযোগিতা করেন, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের এনেসথেসিওলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক, ডা. মো. শাহ আলম, ও সার্জারি বিভাগের রেজিষ্ট্রার, ডা. একেএম এমডি সালাহ উদ্দীন, রাবেতা হাসপাতাল মাইনীমুখের আরএমও ডা. মাকসুদুর রহমান, ডা. রাজিয়া সুলতানা। সার্বিক সহযোগিতা করেন, রাবেতা হাসপাতাল মাইনীমুখের প্রজেক্ট কো-অডিনেটর মোহাম্মদ সাইফুল্লাহ ও মার্কেটিং ইনচার্জ এএলএম সিরাজুল ইসলাম।

সার্জারি ক্যাম্পে হার্নিয়া, এপেন্ডিসাইটিস, হাইড্রোসিল, জরায়ু অপারেশন, পাইলস, অর্শ্ব, ফিসার গেজ, ফিসটুলা, মুত্রথলি, টিউমার, অপারশেনসহ ৩০টি অপারেশন ও শতাধিক রোগিকে চিকিৎসা দেয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন