লামায় ভেজাল পণ্য রাখার দায়ে দোকানিকে মোবাইল কোর্টের জরিমানা

 

লামা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলাস্থ আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার এলাকায় নিত্যপণ্য ও ভোগ্য পণ্যসমূহের বাজার দর স্থিতিশীল রাখাসহ জনসচেতনতা সৃষ্টিকরণের লক্ষে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকালে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর এ জান্নাত রুমি এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকৃত দোকানসমূহে ট্রেড লাইসেন্স না রাখা, ভেজাল/মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত পণ্য রাখা এবং অননুমোদিত জ্বালানী তেল বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর আলোকে ১জন দোকানিকে ২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উপস্থিত বাজারস্থ সকল দোকানিসহ বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ক্রেতাসাধারণকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ যথাযথ পালনের জন্য সার্বিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন