সন্ত্রাসের বিরুদ্ধে পার্বত্য নাগরিক পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

পাহাড়ে সন্তু লারমার শসস্ত্র বাহিনীর বিরুদ্ধে ও লামা উপজেলায় কাঠুরিয়াদের ওপর হামলার প্রতিবাদ এবং বিভিন্ন জায়গায় সেনা ক্যাম্প স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ নামে দু’টি সংগঠন।

সম্প্রতি বান্দরবানের লামা উপজেলার পোপা হেডম্যান পাড়ায় বাঙ্গালী কাঠুরিয়াদের জেএসএস সমর্থক সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের আহ্বায়ক আতিকুর রহমান, পার্বত্য নাগরিক পরিষদের যুগ্ম সম্পাদক মো. সোলেমান, কামরান ফারুকসহ সংগঠনগুলোর নেতা কর্মীরা।

বক্তরা বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসের মূল হোতা আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা। তার লেলিয়ে দেয়া শান্তি বাহিনীর সদস্যরা পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু অদৃশ্য কারণে সরকার তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনছেনা। লামা উপজেলা থেকে দুর্গম থানচি উপজেলা পর্যন্ত বিভিন্ন এলাকায় সেনা বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন ও র‌্যাবের সন্ত্রাস দমন অভিযান পরিচালনা এবং সন্ত্রাসী ও চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতার করে এলাকায় শান্তিপূর্ন পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় পার্বত্য নাগরিক পরিষদের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ৩ আগস্ট লামা উপজেলার পোপা এলাকায় পাহাড়ি সন্ত্রাসীদের হামলায় ৭জন বাঙ্গালী কাঠুরিয়া আহত হয়। এ ঘটনার পর ওই এলাকার স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন