অলআউট আয়ারল্যান্ড, বাংলাদেশের লক্ষ্য ১৩8 রান


চতুর্থ দিনে এসে বেশিদূর এগোতে পারল না আয়ারল্যান্ড । ৬ রান যোগ করতেই হারিয়েছে শেষ ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন ইবাদত হোসেন। ফলে ২৯২ রানেই থেমেছে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৩৮ রান।
দিনের শুরুতেই ফেরেন অ্যান্ডি ম্যাকব্রাইন, তার স্ট্যাম্প ভাঙেন ইবাদত। তবে ততক্ষণে ১৫৬ বলে ক্যারিয়ার সেরা ৭২ রান চলে আসে তার ব্যাটে। আর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার গ্রাহাম হোমকে লিটন দাসের ক্যাচ বানান ইবাদত, ৫৫ বলে ১৪ রান করে আউট হয়েছেন তিনি।
ঘটনাপ্রবাহ: আয়ারল্যান্ড, বাংলাদেশ
Facebook Comment