খাগড়াছড়িতে সনাতন ছাত্র-যুব পরিষদের উদ্যোগে রামনবমী উৎসব উদযাপন

fec-image

খাগড়াছড়িতে সনাতন ছাত্র-যুব পরিষদের উদ্যোগে মর্যাদা পুরোষোত্তম শ্রী রামচন্দন্দ্রের আবির্ভাব তিথি রামনবমী উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে গীতা দান, সমবেত উপাসনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দিরে এ উপলক্ষে আলোচনা সভা ও গীতা শিক্ষা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শ্রীমভগবদগীতা বই বিতরণ করা হয়।

এ সময় সনাতন ছাত্র-যুব ফোরাম খাগড়াছড়ি সদর কমিটি’র সভাপতি নয়ন আচার্য্য’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।

সনাতন ছাত্র-যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পায়েল দাশ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাতন ছাত্র-যুব পরিষদ সদর কমিটির সাধারণ সম্পাদক তুষার আচার্য্য এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বাবুল সেন

এ সময় উপস্থিত ছিলেন, শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির পরিচালনা কমিটি’র সাধারণ সম্পাদক নির্মল দেব,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দীপংকর চন্দ্র মন্ডল,সনাতন ছাত্র-যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য (রানা), অনিল দেব, চিত্তরঞ্জন দেব, লিটন চৌধুরী প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উৎসব, উদযাপন, উদ্যোগ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন