চকরিয়ায় ১৬২ চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতার ৩

চকরিয়ায় আমদানি নিষিদ্ধ ১৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার ও ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১৫।
এর আগে শনিবার রাতে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া শহরের চিরিঙ্গা বাজারের নিউ সুপার মার্কেটের মোবাইলের দোকান এবং সার্ভিসিংয়ের তিনটি দোকান থেকে এসব চোরাই মোবাইল ফোন উদ্ধার করে।
অভিযানের সময় সংশ্লিষ্ট দোকানের তিন মালিককে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- চকরিয়া শহরের জিসান মাল্টিসপ অ্যান্ড মোবাইল সার্ভিসিং পয়েন্ট দোকানের মালিক ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খানঘোনা এলাকার নুরুল আমিনের ছেলে সৈকত রায়হান (২০), ফ্রেন্ডস মোবাইল শপ অ্যান্ড সার্ভিসিং সেন্টার দোকান মালিক উপজেলার ১নং ওয়ার্ডের হাজিয়ান এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. আব্দুল মালেক (২২) ও টিপু মোবাইল সপ অ্যান্ড সার্ভিসিং পয়েন্ট নামের দোকান মালিক চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম তুহিন (২২)।