তমব্রুতে বিদেশি মদ-সিগারেট উদ্ধার

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার তমব্রু মিয়ানমার সীমান্ত থেকে বিদেশি মদ এবং সিগারেট উদ্ধার করা হয়।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) ৩৪ বিজিবির অধিন তুমব্রু বিওপির বিশেষ টহলদল বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বালুখালী কাষ্টম মোড় নামক স্থান থেকে মালিক বিহীন বিভিন্ন প্রকার বার্মিজ সিগারেট ও মদ উদ্ধার করেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে বার্মিজ সিগারেট, ১৪০ প্যাকেট,বার্মিজ ওয়ারিস সিগারেটঃ ১০০ প্যাকেট,বার্মিজ রাম মদ ৩ বোতল,বার্মিজ পাতার বিড়ি ১৪ প্যাকেট।
উল্লেখ্য,নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নটি মিয়ানমারের সঙ্গে লাগোয়া। এলাকার স্থানীয় কিছু চোরাকারবারি দূর্গম পথ পাড়ি দিয়ে মিয়ানমার থেকে বিভিন্ন অবৈধ পণ্য বাংলাদেশের ভিতরে এনে কৌশলে পাচার করতে তৎপর রয়েছে ।
এ সময় বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাসী কার্যক্রম দমনে বিজিবি সদস্যরা দিনরাত তাদের কর্ম তৎপরতা কঠোরভাবে অব্যাহত রয়েছে বিদায় অনেকটা কোনটাসা হয়ে পড়েছে চোরাকারবারিরা।
বিজিবি এমন মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি ৩৪ ।