‘পাহাড়ের উন্নয়নে বাঁধা সৃষ্টি করে যাচ্ছে সশস্ত্র সন্ত্রাসীরা’

fec-image

পাহাড়ের উন্নয়নে বাঁধা সৃষ্টি যাচ্ছে সশস্ত্র সন্ত্রাসীরা এমন মন্তব্য করেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রবিবার (১০ সেপ্টেম্বর) জেলা পরিষদের আয়োজনে দিনব্যাপী বিশেষ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, উন্নয়নের জন্য দরকার শান্তি ও স্থিতিশীল পরিবেশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদন করা হয় এবং পুরো পার্বত্য চট্টগ্রামে প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন করা হয়েছে এবং এই ধারা অব্যাহত রয়েছে। আরো বেশী উন্নয়নের সরকারের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা এ কর্মশালায় অংশ নেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উন্নয়ন, পাহাড়, বাঁধা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন