বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে রাঙামাটিতে শীতবস্ত্র বিতরণ
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙামাটি জেলা শাখার উদ্যোগে জেলার শতাধিক দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে রাঙামাটি সরকারি কলেজ মাঠে শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলার সভাপতি তানিয়া আকতার, সহ-সভাপতি মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক তপু দেওয়ানজী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, সম্পাদক মার্সি চাকমা, দপ্তর সম্পাদক দীপ্ত বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবায়েত ইসলাম রিমন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ঝর্ণা বড়ুয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক রুমী রানী ধরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সারাদেশে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
সভা শেষে সংগঠনের উদ্যোগে জেলার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।