বান্দরবানে অবৈধ স্থাপনায় সওজের উচ্ছেদ অভিযান

fec-image

বান্দরবানের রেইচা ও বাস স্টেশন এলাকায় সওজের জায়গার উপর গড়ে উঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

বুধবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের বাস স্টেশনও সদর উপজেলার রেইছা এলাকায় এই অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম জোনের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম।

অভিযানকালে স্টেশন এলাকায় একটি বাস কাউন্টার, ভাসমান দোকান এবং কয়েকটি বিলবোর্ড ভেঙ্গে দেওয়াহয়। এর আগে সদর উপজেলার রেইছা এলাকায় ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগ।

এ সময় পুলিশের সদস্য ও সওজের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম জানান- সারাদেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সড়ক বিভাগের জায়গায় অবৈধভাবে স্থাপনা গড়ে তোলায় এই অভিযান চালানো হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, বাস স্টেশন, ম্যাজিস্ট্রেট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন