বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু
আল খোর শহরের আল বাইত স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে।
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। কাতারের রাজধানী দোহা থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই স্টেডিয়ামটি ৬০০০০ দর্শক ধারণে সক্ষম।
‘গ্রেটেস্ট শো অন আর্থের’ সঙ্গে মানানসই এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে স্বাগতিক কাতার।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বিটিএস গায়ক জং কুক। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, নোরা ফাতেহি, আমেরিকান ব্যান্ড ‘ব্ল্যাক আইড পিস’, রবি উইলিয়ামসদেরও দেখা মিলতে পারে মঞ্চে।
বাংলাদেশের ফুটবলপ্রেমীরা গাজী টিভি, টি-স্পোর্টস ও টফি লাইভ অ্যাপে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে স্বাগতিক কাতার।