মোটর সাইকেল ও টমটমের সংঘর্ষে নিহত ৩

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও টমটম (ইজিবাইক) সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
বুধবার (৭ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের আব্দুস সাত্তারের ছেলে ইমারত উল্লাহ(৩৮) ও উখিয়ার হলদিয়া পালং রুমখাঁ মাতবর পাড়ার গুরা মিয়ার ছেলে আক্তার কামাল(১৮) এবং পিনজির কুল এলাকার রিদুয়ান(১৮)।
নিহত আকতার কামাল কক্সবাজার সিটি কলেজ ইন্টার ফার্স্ট ইয়ার মানবিক বিভাগের ছাত্র ও রিদুয়ান উখিয়া ডিগ্রি কলেজের ছাত্র।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইনানী পুলিশ ফাঁড়ির এএসআই রেজাউল করিম। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, বুধবার দুপুর ২টার দিকে মো. শফির বিল এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইক (টমটম) সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পালংকি রেস্টুরেন্টের দায়িত্বরত ইমারত উল্লাহ নিহত হন। বাকি ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
পরে গুরুতর আহত আক্তার কামাল ও রিদুয়ানকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম রেফার করলে পথিমধ্যে আক্তার কামাল ও রিদুয়ানের মৃত্যু হয়। আক্তার কামাল কক্সবাজার সিটি কলেজের মানবিক বিভাগের ছাত্র। অপর আহত রিদুয়ানও অবশেষে মৃত্যুবরণ করেছেন।
নিউজটি ভিডিওতে দেখুন: