রোয়াংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উৎসব শুরু

fec-image

বৈশ্বিক মহামারী কোভিড-১৯, এর কারণে গত কয়েক বছর আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ সম্প্রদায় সামাজিক অনুষ্ঠান করতে পারেননি। কিন্তু বতর্মানে মহামারীর প্রভাব কম থাকাই আনুষ্ঠানিকভাবে ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে শুরু করেছে নানা কর্মসূচি।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে তারাছা নদীর তীরে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের আলেক্ষ‍্যং ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ‍্যা নেতৃত্বে সকল তরুণ- তরুনীরা পানিতে ফুল ভাসিয়ে শুরু করে ফুল বিঝু উৎসবের। এসময় বিভিন্ন পাড়া ও গ্রামের তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তরুণ-তরুনী ও যুবক-যুবতীরা একত্রিত হয়ে পানিতে ফুল ভাসিয়ে পুরাতন গ্লানি মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানায়। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর এই আনন্দ এখন বইছে পুরো রোয়াংছড়িতে। প্রতিবছর বিঝুর দিনে তঞ্চঙ্গ্যা সম্প্রদায় পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনে সুখ-শান্তির প্রত্যাশা করে।

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পার্বত্য এলাকায় বসবাসরত ম্রো, মারমা, তঞ্চঙ্গ্যা, চাকমাসহ ১১টি সম্প্রদায়ের পুরাতন বছরকে বিদায় আর নববর্ষকে বরণ , আর ১৬ এপ্রিল নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের সফল সমাপ্তি ঘটবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উৎসব, বৈসাবী, রোয়াংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন