লীন প্রকল্পের আয়োজনে নানিয়ারচরে বিদ্যালয়ভিত্তিক পুষ্টি মেলা

fec-image

বিদ্যালয়ভিত্তিক পুষ্টি মেলা উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান।

প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর রুনু চাকমার সঞ্চালনায় এসময় নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূয়েন খীসা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা, সহকারী শিক্ষক রুপায়ন বড়ুয়া, জ্ঞানময় চাকমাসহ সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন, আমাদের শারীরিক ও মানসিক বিকাশে প্রধান ভূমিকা পালন করে পুষ্টি। আর সুষম পুষ্টি পেতে খাদ্যাভাস পরিবর্তন করতে হবে। তাই সকলকে পুষ্টিকর খাবার খেতে হবে।

বক্তব্যে ডা. নূয়েন খীসা বলেন, খাবারে উন্নতমানের পুষ্টি গুণ পেতে বিভিন্ন রঙের শাক সবজি খেতে হবে। খাবারের কথা ভাবলেই আগে ভাবতে হবে পুষ্টি। আমাদের আমিষ, শর্করা ও স্নেহ জাতীয় খাবার খেতে হবে। বৈচিত্রপূর্ণ খাদ্যে বিভিন্ন পুষ্টি গুনাগুণ রয়েছে।

আলোচনা শেষে অতিথিরা রচনা প্রতিযোগিতা ও পুষ্টি স্টল প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে পুরস্কার বিতরণ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নানিয়ারচর, পুষ্টি মেলা, লীন প্রকল্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন