আগামীকাল চকরিয়া প্রেসক্লাবের নির্বাচন

chakaria press club 23-6-16

নিজস্ব প্রতিনিধি :
চকরিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামীকাল ২৫ জুন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্ধীতাকারী প্রার্থী ও সদস্যদের পরিচিতি সভা ও ইফতার মাহফিল ২৩ জুন প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা সমন্বয়ক ও প্রধান উপদেষ্টা জাকের উল্লাহ চকোরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী এম জাহেদ চৌধুরী (পূর্বকোণ) ও এম আলী হোসেন (করতোয়া), সিনিয়র সহসভাপতি প্রার্থী রফিক আহমদ (নয়াদিগন্ত), জহিরুল ইসলাম (কর্ণফুলী ও চকরিয়া নিউজ), এম এইচ আরমান চৌধুরী (ইত্তেফাক), সহসভাপতি প্রার্থী জহিরুল আলম সাগর (আমাদের কক্সবাজার) ও মুহাম্মদ জিয়া উদ্দিন ফারুক (বাংলাদেশ প্রতিদিন), সাধারণ সম্পাদক প্রার্থী এ এম ওমর আলী (দিনকাল) ও ছোটন কান্তি নাথ (কালের কন্ঠ), সহসাধারণ সম্পাদক প্রার্থী এম রায়হান চৌধুরী (আমাদের অর্থনীতি) ও মুকুল কান্তি দাশ (আমাদের সময়), অর্থ সম্পাদক প্রার্থী মো: আবদুল মজিদ (দৈনিক হিমছড়ি/সূযোদয়) ও একেএম বেলাল উদ্দিন (ভোরের ডাক), দপ্তর সম্পাদক প্রার্থী সাইফুল ইসলাম খোকন (সৈকত) ও এসএম হান্নান শাহ (আজকের দেশবিদেশ), সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত বিএম হাবিব উল্লাহ (আলোকিত বাংলাদেশ), ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত জামাল হোছাইন (সমূদ্রবার্তা), কার্যনির্বাহী সদস্য পদের প্রার্থী যথাক্রমে; এম মনছুর আলম (সাঙ্গু/সাগরদেশ), অলি উল্লাহ রণি (খবরপত্র), শাহজালাল শাহেদ (সংগ্রাম), এম নুরুদ্দোজা জনি  (দৈনন্দিন), এম জমির হোছাইন (কমার্সিয়াল টাইমস), আবুল হোছাইন (আপন কন্ঠ),আব্দুল করিম বিটু (দেশের কথা), সাধারণ সদস্য মোস্তফা কামাল (কালবেলা), সাবেক নির্বাহী সদস্য ফেরদাউস ওয়াহিদ, সাইফুদ্দিন (কক্সবাজার ৭১), হুমায়ুন কবির চৌধুরী,(চট্টগ্রামের পাতা), হারুন রশিদ মিয়াজী (পূর্বতারা), ও সাঈদী আকবর ফয়সাল(আলোকিত উখিয়া) প্রমূখ।

উল্লেখ্য, আগামীকাল ২৫ জুন শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত চকরিয়া পৌর শহরের চিরিংগা রূপালী শপিং কমপ্লেক্সের ৩য় তলায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এসময় বক্তব্য দিতে গিয়ে নির্বাচনের সমন্বয়ক সাংবাদিক জাকের উল্লাহ চকোরী বলেন, চকরিয়া প্রেস ক্লাবের নির্বাচন পুরো দেশের জন্য একটি মডেল হয়ে থাকবে। নির্বাচনে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জেলার সিনিয়র সাংবাদিক, পত্রিকার সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত থাকবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন