ইহুদিবাদী ইসরাইলের পরিপূর্ণ ধ্বংস অনিবার্য: ইরানের প্রতিরক্ষামন্ত্রী

fec-image

 

 

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এ অঞ্চলের মানুষ অচিরেই ইহুদিবাদী ইসরাইলের পরিপূর্ণ ধ্বংস দেখবে। পশ্চিম এশিয়া অঞ্চলে প্রকৃত নিরাপত্তা আবারও ফিরে আসবে বলে মন্তব্য করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা কারাই অশতিয়নি।

গাজা যুদ্ধের ভবিষ্যৎ সম্পর্কে বার্তা সংস্থা ইসনার সঙ্গে আলাপকালে জেনারেল অশতিয়নি আরও বলেন: আল-আকসা তুফান অভিযানের ফলে রাজনৈতিক, সামরিক এবং আরও বহু ক্ষেত্রে ইসরাইলের আনুষ্ঠানিক পতন ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে ইসরাইল এবং তাদের মদদদাতারা গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। পরিপূর্ণ পতনোন্মুখ ইসরাইলকে মদদ দিয়ে মার্কিন ও ইউরোপীয়রা ভীষণরকম বিপদ অনুভব করছে বলেও জনাব অশতিয়নি মন্তব্য করেন।

তিনি আরও বলেন: পশ্চিম এশিয়া বিশ্বের বুকে একটি সংবেদনশীল অঞ্চল। বিশ্ব এ অঞ্চলের দিকে তাকিয়ে থাকে কেননা এ অঞ্চল থেকেই জ্বালানি সরবরাহ হয়। বিশ্ব অর্থনীতি ওই জ্বালানির ওপর নির্ভরশীল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, ইসরায়েল, ফিলিস্তিন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন