কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আহত ১৩

bgb

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
কক্সবাজার শহরে টইলরত বিজিবি সদস্যদের বহনকারী চাঁদের গাড়ির (ম্যাজিক) সাথে ব্যাটারি চালিত ইজি বাইকের সংঘর্ষে বিজিবি’র ৪ সদস্য সহ আহত হয়েছে ১৩ জন।

সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে শহরের কলাতলী রোড়ের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

বিজিবি টইল গাড়িটি কলাতলী থেকে শহরে প্রবেশের পথে রাস্তা পারাপার রত একটি গরুকে বাচাঁতে গিয়ে বিপরীতদিক থেকে আসা একটি টমটমে ধাক্কা দেয়। এতে ম্যাজিক গাড়ির দুইজন বিজিবি ৪ সদস্য ও টমটমের ৭জন যাত্রী ও ২ জন পথচারী আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত বিজিবি সদস্যরা হলো কক্সবাজারস্থ বিজিবি-১৭ এর হাবিলদার কাওসার, সিপাহি গফুর, সিপাহী শাহাজালাল ও সিপাহী সমীর।

এছাড়া টমটম যাত্রীরা হলো , আবুল কাশেম ( ২৮ ), সৈয়দ আহমেদ ( ২৫ ), নাছিমা (৮), রেহেনা আক্তার ( ৩২ ), জাহিদ হাসান ( ২৫ ), শাহাজালাল ( ২০ ) ও শাহিন আকতার (২২)। আহত পথচারীরা হলো আবুল বশর (২০), এবং মো. আমিন (২৫)।

কক্সবাজার বিজিবি-১৭ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় বিজিবির ৪ সদস্য আহত হয়েছে।

এদিকে আহতদের দেখতে কক্সবাজার সদর হাসপাতালে যান কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন