কক্সবাজার থেকে পদ্মা সেতু, উত্তর বঙ্গ ও দক্ষিণাঞ্চলেও যুক্ত হবে রেল: রেল সচিব

fec-image

রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির বলেছেন, কক্সবাজারের সঙ্গে শুধু ঢাকা নয়, পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চল ও উত্তরবঙ্গের সঙ্গেও এ রেলপথ যুক্ত হবে।

শনিবার (১১ নভেম্বর) কক্সবাজার রেলওয়ে স্টেশনে দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

এ সময় রেল সচিব বলেন, পরবর্তীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরও সংযুক্ত হবে। একইসঙ্গে বন্যপ্রাণী অভয়াশ্রমের জন্যে এ প্রকল্পের আওতায় ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করা হয়েছে।

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সকাল ১১ টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের পাশের অস্থায়ী সভামঞ্চে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার ৫ মিনিট আগে প্রধানমন্ত্রী সড়কপথে কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রবেশ করেন। এ সময় রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এরপর সুধী সমাবেশ শেষে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, পদ্মা সেতু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন