কাপ্তাইয়ে বানরে অতিষ্ঠ মানুষজন, সাবার করছে বাগানের ফলমূল

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলার লোকালয়ে বন্য বানরের জন্য অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষজন। সাবার করে চলছে ফলসহ সৃজিত বাগান। বনের মধ্যে খাবার না পেয়ে লোকালয়ে এসে হামলা করছে এরা। ফরেস্ট কলোনি, স্বাগত বিল্ডিং এলাকা, সুইডিশ এলাকা, শিল্প এলাকা, জাকির হোসেন স’মিল এলাকা, লগগেইট এলাকা, চৌধুরীছড়া, প্রজেক্ট বাংলাকলোনীসহ বিভিন্ন এলাকায় এসে বন্য বানর তাণ্ডবলীলা চালাচ্ছে। ৮ থেকে ১০টি বানর এক সাথে লোকালয়ে এসে বাগানের বিভিন্ন ফলমূল সাবার করে ফেলছে।

শিল্প এলাকার কালাম জানান, বানরদল তার কলা বাগানের কলা খেয়ে সাবার করে ফেলেছে।

এলাকার আবুল খায়ের, নাজমা বেগম ও সনজিতা রানী দাশ জানান, এসকল বানরের জন্য বাগান করে রাখা যায় না।পেঁপে, কলা, বড়ই, বড়কটি, পেয়ারাসহ বিভিন্ন সৃজিত বাগান নষ্ট করে ফেলছে। তাড়া করলে বানরদল উল্টো দূরে গিয়ে হুমকি দেয়। কেউ কেউ আবার এদের আদর করে খানা খাওয়াচ্ছে।

অভিজ্ঞরা জানান, বন্যপ্রাণী বনের মধ্যে খাবার না পেয়ে এরা লোকালয়ে এসে মানুষের লাগানো সৃজিত বাগান নষ্ট করছে।

বন বিভাগ বলছে এদের না তাড়িয়ে এদের ভালবাসতে শিখি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, ফলমূল, বাগান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন