খাগড়াছড়িতে উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে সরস্বতী পূজা

Khagrachari Pic 01.psd (1)

নিজস্ব প্রতিবেদক:

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী  সরস্বতী পূজা।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে খাগড়াছড়ি লক্ষী নারায়ণ মন্দির, ভুবনেশ্বরী কালী মন্দির, শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজ, খাগড়াছড়ি সরকারী কলেজ ও কল্যাণপুরসহ জেলা ও উপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে বাণী অর্চনার মধ্য দিয়ে বিদ্যার এ দেবীর পূজা উদযাপন হচ্ছে। এ ছাড়া পুষ্পাঞ্জলি প্রদান প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি। এসময় হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী ও অভিভাবকরা সাদা পোশাক পরে পূজায় অংশ নেন।

ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।

সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের  প্রতীক বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন