খাগড়াছড়িতে গর্ভবতী মায়েদের মাঝে লাল পতাকা ও প্লাস্টিকের ব্যাংক বিতরণ

06.09.2015_Khagrachhari warning programme from SHC

সিনিয়র স্টাফ রিপোর্টার :
গর্ভবতী মায়েদের জন্য সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে গর্ভবতী মায়েদের বাড়িতে ‘মায়ের ব্যাংক’ ও বাড়ির আঙ্গিনায় ‘লাল পতাকা’ উত্তোলন কর্মসূচী পালন করেছে সূর্যের হাসি ক্লিনিক। রোববার বেলা ১২টার সময় খাগড়াছড়ি জেলা সদরের ৩নং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ব্যতিক্রমধর্মী এ কর্মসূচীর আয়োজন করা হয়।

খাগড়াছড়ি সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা আব্দুছ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সূর্যের হাসি ক্লিনিকের প্রোগ্রাম ম্যানেজার (মেডিকেল) সনজীব কুমার দাশ।

সচেতনতামূলক এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোল্লা মিজানুর রহমান।

অন্যান্যের মধ্য সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রইছ উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রাণী ত্রিপুরা, ৩নং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন সূর্যের হাসি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী পিংকি বড়ুয়া।

পাইলট প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ি, দক্ষিণ গঞ্জপাড়া ও ঠাকুরছড়া এলাকায় গর্ভবতী মায়েদের বাড়িতে সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে সূর্যের হাসি ক্লিনিকের লোগোযুক্ত লাল পতাকা ও প্রসবকালীন সময়ের খরচের অর্থ সঞ্চয়ের জন্য মায়ের ব্যাংক নামে একটি করে প্লাস্টিকের ব্যাংক বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন