খাগড়াছড়িতে জিতে গেলেন নৌকা’র নতুন মাঝি কুজেন্দ্র লাল ত্রিপুরা

06 জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ‘নৌকা’ প্রতীক নিয়ে  মোট  ৯৯ হাজার ৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আঞ্চলিক রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’-এর সভাপতি প্রসিত বিকাশ খীসা।

স্বতন্ত্র এই প্রার্থী ‘হাতি’ প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৭’শ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৩১ হাজার ৩’শ ৮ ভোট।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) অংশের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মৃণাল কান্তি ত্রিপুরা বই প্রতীকে ১০ হাজার ৬’শ ২৬ ভোট পেয়ে তৃতীয় এবং জাতীয় পার্টি’র সোলায়মান আলম শেঠ লাঙ্গল প্রতীকে ৮ হাজার ১’শ ৮০ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন।

নির্বাচনে বাতিলকৃত ৬ হাজার ১’শ ১৪ ভোটসহ মোট কাস্টিং ভোটের সংখ্যা হলো ১ লক্ষ ৯২ হাজার ৯’শ ৩০ ভোট। সে হিসেবে শতকরা ৫০ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে এই আসনে।
রাত পৌনে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মাসুদ করিম, রির্টানিং অফিসার হিসেবে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

খাগড়াছড়ি জেলায় মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৮১ হাজার ৯’শ ১৬ জন।

জেলার ৮টি উপজেলার ১’শ ৮১টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলার ৮টি উপজেলার মধ্যে বাঙালি অধ্যুষিত মানিকছড়ি, মাটিরাঙ্গা উপজেলায় নৌকা প্রতীক নিয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরা, বড়ো ভোটের ব্যবধানে এগিয়ে গেছেন। অপরদিকে পাহাড়ী অধ্যুষিত দীঘিনালা, লক্ষ্মীছড়ি, পানছড়ি এবং মহালছড়ি উপজেলায় নিকটতম প্রতিব্দন্দ্বী ইউপিডিএফ’র প্রসিত বিকাশ খীসা হাতি প্রতীক নিয়ে এগিয়ে থাকলেও ভোটের ব্যবধান খুব বেশি ছিল না।

কেন্দ্রওয়ারী ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আওয়ামী লীগ গড়ে সব কেন্দ্রেই কম বেশি ভোট পেয়েছে। কিন্তু ইউপিডিএফ প্রার্থী প্রসিত বিকাশ খীসার ভোট পাহাড়ী অধ্যুষিত কেন্দ্রগুলোতেই সীমাবদ্ধ ছিল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, খাগড়াছড়ি, নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন