খাগড়াছড়িতে বিদেশি অস্ত্র ও গুলিসহ চাঁদাবাজ আটক

fec-image

খাগড়াছড়ি থানাধীন পেরাছড়া ইউনিয়নের দক্ষিণ হেডম্যান পাড়া ব্রিক ফিল্ড নামক স্থানের যাত্রী ছাউনির পাশে অনিমেষের চায়ের দোকানের সামনে থেকে পিস্তলসহ এক চাঁদাবাজকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৩ সেপ্টেম্বর) সদর থানার এসআই (নি.) সুমন দে এর সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ হেডম্যান পাড়ায় দিবাকালীন মোবাইল-১১ দায়িত্বরত অত্র থানাধীন স্বনির্ভর বাজার এলাকায় অবস্থানকালে দুপুর আনুমানিক ১.৫০ মিনিটের দিকে গোপন সূত্রে তথ্য পেয়ে খাগড়াছড়ি থানাধীন পেরাছড়া ইউনিয়নের দক্ষিণ হেডম্যান পাড়া ব্রিক ফিল্ড নামক স্থানের যাত্রী ছাউনির পাশে অনিমেষের চায়ের দোকানের সামনে ইট সলিং রাস্তার উপর একজন লোক অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে চাঁদা আদায় করছে। সে লক্ষে বেলা আনুমানিক ২.২০মিনিটে ঐ স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া করে ২.৩০ মিনিটে হরিনাথ পাড়ার ব্রজ কুমার দেওয়ানের ছেলে অমর জ্যোতি দেওয়ানকে বিদেশি অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।

এ সময় লোহার তৈরি ট্রিগারযুক্ত ৭.৬৫ এমএম ১টি বিদেশি পিস্তল। যার স্লাইডের এক পাশে ইংরেজিতে খোদাইকৃত LiJi MADE IN ITALY লেখা আছে। খালি ম্যাগাজিন ১টি, ৭ রাউন্ড গুলি, ১টি KF 7.65 পারকিউশন ক্যাপ, চাঁদা আদায়ের ব্যবহৃত ১টি ওয়ালটন P18 মডেলোর বাটন মোবাইল ও ১৪০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত চাঁদাবাজকে আদালতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অস্ত্র, খাগড়াছড়ি, গুলি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন