গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রামুতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

Ramu pic Stop killing in gaza-2

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে ফিলিÍিনের গাজায় ইসরায়েলি কমান্ডো অভিযানে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে চৌমুহনী চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রামু উপজেলা সংসদ। সংগঠনের সভাপতি অর্পন বড়ুযার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কথা নয় কাজ (কনকা)’র উপদেষ্টা

সাংবাদিক দর্পণ বড়ুয়া, কবি ও আবৃত্তিকার তাপস মল্লি­ক, সংগঠনের কক্সবাজার জেলা সংসদের সহ-সভাপতি মোছাদ্দিক হোসেন আবু, সাধারণ সম্পাদক সৌরভ দেব, উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক জয় বড়–য়া। সমাবেশে বক্তরা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তান হানাদার বাহিনী কর্তক নির্বিচারে বাঙালি গণহত্যা চলছিল। ঠিক সেই সময় ফিলিস্তিন সরকার ও সেই দেশের জনগণ বাংলাদেশের পক্ষে অবস্থান গ্রহণ করে মানবতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিল।

সাম্প্রতিক সময়ে শান্তিকামী ফিলিস্তিনিদের উপর গণহত্যার ঘটনা বিশ্ব মানবতাকে চরমভাবে নাড়া দিয়েছে। তাই এ গণহত্যা বন্ধে মহান জাতীয় সংসদে ইসরায়েলিদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করার দাবী জানান বক্তারা। এতে কবি উপল বড়–য়া, সাংস্কৃতিক ইউনিয়ন রামু উপজেলা সংসদের আহ্বায়ক রাজিব বড়–য়া, কনকা’র সহ-সভাপতি এনামূল হক, ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সাহেদ, রামু কলেজ সংসদের আহ্বায়ক মোহাম্মদ আজিজ, যুগ্ম আহ্বায়ক আজিজ উল্লাহ, ছাত্র ইউনিয়ন নেতা সিপ্ত বড়–য়া, জনি বড়–য়া, কাজেম রশিদ আকাশ, জুয়েল, রায়হান, প্রসেনজিৎ বড়–য়া ও বাপ্পা বড়–য়াসহ
অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে, বিক্ষোভ সমাবেশের আগে রামু প্রেস ক্লাব চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে রামু চৌমুহনী চত্বরে এসে শেষ হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন