গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে বিক্ষোভ

fec-image

গাজায় ইসরায়েলি বর্বর হামলা করে গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন জায়গায় ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন। তারা অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার (২১ অক্টোবর) লন্ডনে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ করেছেন বিক্ষোভকারীরা। ‘গাজায় বোমাবর্ষণ বন্ধ কর’ স্লোগান দিয়েছেন তারা।

বেলফাস্ট ও উত্তর আয়ারল্যান্ডের দ্বিতীয় শহর লন্ডনডেরিতে জড়ো হয়েছিলেন শত শত ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। এখানে আইনপ্রণেতা কলাম ইস্টউডও উপস্থিত ছিলেন।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে হাজার হাজার মানুষ মিছিল করেছেন। গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তারা।

ফ্রান্সের রেনেসাঁস, মন্টপেলিয়ার, ডিজন, মার্সেই ও লিয়নসহ বেশ কয়েকটি শহরে জড়ো হয়েছেন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। এসব সমাবেশে ‘আমরা সবাই ফিলিস্তিনি’ বলে স্লোগান দেন।

জার্মান পুলিশ জানিয়েছে, ডুসেলডর্ফে ফিলিস্তিনপন্থিরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন। সেখানে প্রায় সাত হাজার মানুষ অংশ নিয়েছেন। তাছাড়া শত শত মানুষ রোমে মিছিল করেছেন। কয়েক হাজার মানুষ বার্সেলোনায় মিছিল করেছেন।

টরন্টো শহরেও হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। মুসলিম, ইহুদি ও অন্যান্য গোষ্ঠীর শত শত বিক্ষোভকারী যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস্টেন গিলিব্র্যান্ডের ম্যানহাটনের অফিসের সামনে একযোগে মিছিল করেছেন, ‘যুদ্ধবিরতি’ বলে স্লোগান দিয়েছেন।

এছাড়া মালয়েশিয়া, পাকিস্তান, বসনিয়া, মেক্সিকো, সার্বিয়া, নেদারল্যন্ডস, ফ্রান্সসহ বিভিন্ন দেশে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন ডিসিতেও হাজার হাজার মানুষ মিছিলে অংশ নিয়ে প্রতিবাদ করেছেন।

৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আজ ১৬তম দিনে গড়িয়েছে। এখন পর্যন্ত ইসরায়েলের বোমা হামলায় চার হাজার ৩৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপর দিকে হামাসের হামলায় এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গণহত্যা, গাঁজা, বিক্ষোভ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন