গুইমারায় তফসিল ঘোষণার পরবর্তী সময়ে সতর্ক অবস্থানে প্রশাসন

fec-image

খাগড়াছড়ির গুইমারায় তফসিল ঘোষণার পর বিরোধী দলগুলোর চলমান অবরোধে সাধারণ জনগণের জীবনযাত্রার মান এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তৎপর রয়েছে জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবি, আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশের সদস্যরা।

বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে টহল দিতে দেখা গেছে।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী জানান, তফসিল ঘোষণার পরবর্তী নাশকতা প্রতিরোধে গুইমারার আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবি, আনসার, ভিডিপির সদস্যরা যথেষ্ঠ তৎপর রয়েছে। চলমান হরতালের শুরু থেকে একইভাবে জনগণের জানমাল নিরাপত্তার জন্য দায়িত্বশীলভাবে কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় সকলে একযোগে কাজ করতে হবে। গুইমারার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই তৎপরতা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গুইমারা, তফসিল, প্রশাসন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন