গুইমারায় শিক্ষার্থীদের মাঝে কম্বল ও বিভিন্ন প্রতিষ্ঠানে সহযোগিতা প্রদান

fec-image

মাদ্রাসার অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন খাগড়াছড়ির গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী।

সকালে কন কনে শীতে হাজাপাড়া নুরানি মাদ্রাসার কোমলমতি শতাধিক শিশুর পড়তে কষ্ট হয়, এমন খবর শুনেই নিজ উদ্যোগে শীতবস্ত্র কম্বল নিয়ে মাদ্রাসায় উপস্থিত হন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

সোমবার (১৩ নভেম্বর) বিকালে নিজ হাতে ইউএনও এসব কম্বল বিতরণ করন।

পরে অতি দরিদ্রদের জন্য ইউজিপিপি কর্মসূচির কাজ পরিদর্শন করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। এর আগে উপজেলার মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হয়।

এসময় গুইমারা সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলম, মাদ্রাসার পরিচালক মাওলানা গোলাম মোস্তফাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে মাদ্রাসার পরিচালক মাওলানা গোলাম মোস্তফা বলেন, সকাল বেলায় ছোট ছোট ছেলেমেয়েরা মাদ্রাসার ফ্লোরে পড়ালেখা করে। শীতে কষ্ট পায়। বিষয়টি কোন মাধ্যমে শুনে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী আজ বিকেলে মাদ্রাসায় কম্বল নিয়ে আসেন। এমন মানবিক সেবার জন্য অসাম্প্রদায়িক ও মানবিক অফিসার পাওয়া বর্তমান সময়ে অনেক কঠিন বিষয়। মহান আল্লাহ তার পরিবারসহ সকলকে নেক হায়াত দান করুন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী জানান, শিশুদের শীতের কারণে সকাল বেলায় পড়ালেখা করতে কষ্ট হয় বিষয়টা জেনে এমন উদ্যোগ নিয়েছেন তিনি। এছাড়া সার্বক্ষণিক মানুষের সেবায় কাজ করার ব্রত নিয়ে গুইমারা উপজেলায় দায়িত্ব পালন করছেন। সকলের সার্বিক সহযোগিতা পেলে গুইমারাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গুইমারা, সহযোগিতা প্রদান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন