চকরিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট


চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ায় ঈদুল আযহার কোরবানির পশুরহাট জমে উঠেছে। উপজেলার ছোট-বড় প্রায় ৩০টি মতো কোরবানির পশুর হাট বসেছে। এই বারও সবচেয়ে বড় বাজার বসেছে ইলিশিয়া স্কুল মাঠে। এছাড়াও পৌরসভার বাসটার্মিনাল, ঘনশ্যামবাজার, সাহারবিল পরিষদ বাজার, বদরখালী, ডুলাহাজারা, খুটাখালী, হারবাং, লক্ষ্যারচর জিদ্দাবাজার, মানিকপুর, ফাসিয়াখালী ভেন্ডীবাজার, বরইতলী গরু বাজারসহ অন্তত ৩০টি মতো পশুরহাট বসেছে।

সোনালী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার বাবু বিকেনান্দ বিশ^াস জানিয়েছেন, সোনালী ব্যাংকের তত্ত্বাবধানে ইসলামী ব্যাংক চিরিংগা শাখাসহ সরকারী-বেসরকারী ১৮টি ব্যাংক কয়েকভাগে বিভক্ত হয়ে কোরবানীর পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মিশিং বসানো হয়েছে।

২৭ আগষ্ট বিকেলে পৌর বাসটার্মিনালে জাল টাকা শনাক্ত করণ মিশিংয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার নেপাল বাবু, জুনিয়র অফিসার আবদুল খালেকসহ বিভিন্ন ব্যাংকের অফিসাররা উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংক ম্যানেজার বিকেনান্দ বিশ্বাস আরো জানান, আগামী শুক্রবার পর্যন্ত কোরবানীর পশুর হাটে জাল নোট শনাক্ত করণ কার্যক্রম অব্যাহত থাকবে।

অপরদিকে বিভিন্ন পশুর হাট পর্যবেক্ষণ করে দেখা গেছে, এ বছর বড় গরুর চেয়ে মাঝারী ও ছোট গরুর ক্রয় বেশি হচ্ছে। বাজারে পর্যাপ্ত পরিমাণে গরু, মহিষ, ছাগল,ভেড়া উঠেছে। বিশেষ করে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে কোরবানীর গরু ক্রয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা সমাগম ঘটেছে। যার কারণে বিকাল অনুমানিক ৩ থেকে ৫টা পযর্ন্ত ছিল সড়কে দীর্ঘ যানজট। এদিন প্রচুর পরিমাণে কোরবানীর পশু বেচা-কেনা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন