মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

টেকনাফে এক বছরে সাড়ে ৫০ কোটি টাকার মাদক ও মালামাল জব্দ, আটক ১৯২

fec-image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার ১শ টাকার বিভিন্ন মাদক উদ্ধার করেছে।

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র সহকারী পরিচালক সিরাজুল মুস্তফা জানান, সংস্থাটি ২০২২ সালে ২ কেজি ৭৬৫ গ্রাম আইস, ১১ লাখ ৯৫ হাজার ৭৪৭ পিস ইয়াবা, ৫ হাজার ১০২ কেজি গাঁজা, ৯৪৯ ক্যান বিয়ার, বিদেশি মদ ৪৪৭ বোতল, চোলাই মদ ১৪১ লিটার, ফেন্সিডিল ৩ বোতল, ২ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা, ১টি অস্ত্র, ১টি চাঁদের গাড়ি, ১টি পিকআপ গাড়ি, ২টি ফিশিং বোট, ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল সেট এবং ২ লাখ ৪৯ হাজার ৫০০ নগদ টাকা উদ্ধার করেছে। উদ্ধরকৃত মাদক ও মালামালের মোট মূল্য ৫০ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার ১শ টাকা।

এসব ঘটনায় ১১০টি নিয়মিত ও ৬৩টি মোবাইল কোর্টে মামলায় ২৫১ জনকে আসামি করা হয়েছে। তৎমধ্যে ১৯২ জনকে আটক করা হয়েছে। পলাতক রয়েছে ৫৯ জন।

এর আগে ২০১৯ সালে ৫ কোটি ৮০ লাখ ৮৬ হাজার ৮৯০ টাকা। ২০২০ সালে ১০ কোটি ১৭ লাখ ৫৫ হাজার ১১০ টাকা। ২০২১ সালে ৪৫ কোটি ৮৪ লাখ ৩৭ হাজার, ২৫০ টাকার মাদক ও বিভিন্ন মালামাল উদ্ধার করে হয়েছিলো।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ, নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদকদ্রব্য
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন