টেকনাফে মহান বিজয় দিবস পালিত

fec-image

যথাযোগ্য মর্যাদায় কক্সবাজারে টেকনাফে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার দিনটি উপলক্ষে টেকনাফ উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক, সরকারি বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

টেকনাফ উপজেলা প্রসাশন কর্তৃক গৃহীত কর্মসূচির মধ্যে ছিল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি- বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ এবং শিক্ষার্থীদের শরীর চর্চা প্রদর্শণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, পুরস্কার বিতরণী, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় উপজেলা কমপ্লেক্স আদর্শ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ইউএনও মো. আদনান চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমদ, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. উসমান গনি, সহকারী কমিশনার ভূমি এরফানুল হক।

এরপর অংশ নেওয়া বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বাংলাদেশ ফায়ার সার্ভিস, টেকনাফ এজাহার বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়, টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মলকাবানু উচ্চ বিদ্যালয়, কমপ্লেক্স আদর্শ কেজি স্কুল, বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বায়তুশ শরফ মাহমদিয়া রিয়াদুল জান্নাহ দাখিল মাদরাসা, বর্ডার গার্ড পাবলিক স্কুল, মায়মুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

শুভেচ্ছা শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, মুক্তিযুদ্ধা এম এ জহির আহমদ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার পরিচালনা করেন।

টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন সদস্য আশেক উল্লাহ ফারুকী, গিয়াস উদ্দিন, আমান উল্লাহ কবির, সাইফুদ্দিন মামুন, ওবায়দুল হক নয়ন প্রমুখ।

এছাড়া টেকনাফ উপজেলা আওয়ামী লীগ, টেকনাফ উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি, টেকনাফ উপজেলা জাতীয় পার্টি, টেকনাফ মডেল থানা, মানবাধিকার সংগঠন ও সরকারি বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ, মহান বিজয় দিবস, স্বাধীনতা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন