টেকনাফে ৩২ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

Teknaf-Pic-A-26-05-15 (1)
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে ৩২ হাজার পিস ইয়াবাসহ চার জনকে আটক করেছে পুলিশ।উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৯৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে হোয়াইক্যং চেকপোস্টে একটি ট্যাক্সিক্যাবে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক যুবকরা হলেন- চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার নজরুল হোসাইন (২৯), চকরিয়া পৌরসভার চিরিঙ্গা ২নং ওয়ার্ডের মনসুর আলম (৪৩), টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়ার হামিদ হোসেন (২৮) এবং কুমিল্লা বুড়িচংয়ের রামপুরার শাহজাহান খাঁন (৩১)।

টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, ভোর রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের চট্টগ্রামগামী একটি হলুদ রঙ্গের ট্যাক্সিক্যাব (চট্টমেট্টো-প-১১-০২৫১) পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছলে সেটি থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়িটি জব্দ ও চারজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী সিটের নিচ থেকে পলিথিন মোড়ানো একটি ব্যাগ থেকে ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর বাজারমূল্য ৯৬ লাখ টাকা।

ওসি আরো জানাান, আটক যুবকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন