টেলিটকের অপহৃত চার কর্মকর্তাকে উদ্ধারে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

ুুব

ডেস্ক নিউজ, পার্বত্য নিউজ ডট কম:

পার্বত্য রাঙ্গামাটি জেলায় অপহৃত চার টেলিটক কর্মকর্তার উদ্ধারে রাষ্ট্রের সর্বোচ্চ তৎপরতা চালানোর আহবান জানিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার ছাত্র আন্দোলন, চট্টগ্রাম বিভাগ। এ সময় তারা তিন পার্বত্য জেলায় উপজাতি সন্ত্রাসী কর্তৃক সৃষ্ট বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম বিভাগীয় উপকমিশনার মোঃ নুরুল ইসলামের সাথে আলোচনা করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার ছাত্র আন্দোলন এর চট্টগ্রাম বিভাগীয় যুগ্মআহবায়ক মো. ইব্রাহিম খলিল, মোঃ আফছার হোসেন রনি, মোঃ মামুনুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য বিল্লাল হোসেন, সুমন, রবিউল, সোহেল প্রমুখ নেতৃবৃন্দ।

স্মারক লিপিতে বলা হয়েছে, গত ৮ জুলাই ২০১৩ ইং তারিখে রাঙামাটি জেলার অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়ন এর বারিবিন্দুঘাট থেকে প্রকৌশলী আক্তার হোসেন (২৬), টেকনিশিয়ান হেমায়েত হোসেন (২৬), ইমরুল হাসান (২৭) ও সুজা উদ্দিন (৩২) এই ৪ টেলিটক কর্মকর্তাকে অপহরণ করা হয়। যা শুধু তিন পার্বত্য জেলা নয় বরং সমগ্র দেশের সরকারী প্রতিষ্ঠান ও প্রশাসনের উদ্ধেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং গণতান্ত্রিক এই শান্তি-সম্প্রীতির বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে তিন পার্বত্য জেলার আপামর জনসাধারণের জান ও মাল সংরক্ষণে তথা সরকারী প্রতিষ্ঠানসমূহ টিকিয়ে রাখতে এবং জীবন ধারণের মৌলিক অধিকারসমূহ রক্ষা করতে প্রধানমন্ত্রীর আশু গণতন্ত্রমনা সুদৃষ্টি তিন পার্বত্য জেলার জনগণ আন্তরিকভাবে কামনা করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন