তীব্র গরম থেকে বাঁচতে চীনাদের নতুন ফ্যাশন ‘ফেসকিনি’

fec-image

গরমে পুড়ছে চীন। তীব্র তাপে পুড়ে তামাটে হয়ে যাচ্ছে গায়ের চামড়া। রেকর্ডভাঙা ঝলসানো তাপমাত্রায় চীনের রাজধানী বেইজিংয়ে এখন নতুন ফ্যাশনের নাম ‘ফেসকিনি’।

নাগরিকদের হালফ্যাশনের নতুন সংযোজন এই ‘ফেসকিনি’। সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে রক্ষা করবে অদ্ভুত এ পোশাক।

‘ফেসকিনিস’ হলো এক ধরনের মুখোশ যার চোখ, নাক ও ঠোঁটের অংশে তিনটি ছিদ্র থাকে। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা পোশাকটিতে রয়েছে আলাদা হাতা, প্রশস্ত টুপি এবং হালকা ওজনের জ্যাকেট। অভিনব এ পোশাকে রংশৈলী অত্যন্ত চকচকে এবং আঁটসাঁট। পোশাকটি পরিধান করলে সূর্যের তাপ থেকে মিলবে সম্পূর্ণ সুরক্ষা। সুলভমূল্যে কিনতে পারায় পণ্যটির চাহিদাও বাড়ছে দিন দিন। তাপরোধী এ পোশাক কিনতে গুনতে হবে ২.৪০ থেকে ৪ ডলার। অন্যান্য দেশের মতো চীনের তাপমাত্রাও রেকর্ড ছাড়িয়েছে। বাতাসে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হলেও কিছু কিছু এলাকায় তা ৮০ ডিগ্রি অনুভূত হয়।

এ ছাড়াও চীনে কিংদাও সৈকতে এখন পর্যটকদের ভিড়। দর্শনার্থীরা সমুদ্রের জলে সূর্যস্নান করতে গেলে পুড়ে যাচ্ছে পিঠ। তাইতো অনেক চীনা বেছে নিচ্ছেন অভিনব এ পোশাক। আবার অনেকে ত্বকের নানান সমস্যা থেকে মুক্তি পেতে কিনে নিয়েছে পরিধেয় এ বস্ত্র। রয়টার্স।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চীন, তীব্র গরম, ফেসকিনি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন