দীঘিনালার বাবুছড়ায় ২নং বাঘাইছড়ি প্রাথমিক বিদ্যালয় চালুর দাবীতে স্বারকলিপি প্রদান

Babuchora School Pic

দীঘিনালা প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ৪নং দীঘিনালা ইউপি’র যত্ন মোহন কার্বারী পাড়ায় অবস্থিত ২নং বাঘাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি পুনঃরায় চালুর দাবীতে খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করেছে।

রবিবার বেলা ১১টায় খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রামেন্দ্র পোদ্দার এর নিকট এই স্বারকলিপি প্রদান করে বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অভিবাবকবৃন্দ।

স্বারকলিপিতে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের জন্য ৫১ নং দীঘিনালা মৌজায় যত্ন কুমার কার্বারী পাড়া ও শশী মোহন কার্বারী পাড়ায় ২৯.৮১ একর জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু উক্ত পরিমাণ জমির বাইরেও বিজিবি ২ নং বাঘাইছড়ি সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের কাঠামোসহ দুই একর ও অপর এগার জন ব্যক্তির অনির্দিষ্ট পরিমাণ জমিরও দখল নেয়। বিজিবি স্কুলের ভবনসহ (ছাদ ধালাই করা পাকা দালান) জমি তাদের দখলে নেয় এবং অধিগ্রহণকৃত জমির সাথে তা অন্তর্ভুক্ত করে চারপাশে কাঁটাতারের বেড়া দেয়। এর ফলে স্কুলটি পুরোপুরি বন্ধ হযে যায়।’

স্বারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ‘বিদ্যালয়টি সরকারী রেজিষ্ট্রিকৃত এবং তদানীন্তন পাকিস্তান সরকারের আমলে ১৯৬৭ সনে স্থাপিত। তখন স্কুলটির নাম ছিল কায়দে আজম মো: আলী জিন্নাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়। স্বাধীনতার পর এর নাম পরিবর্তন করে ২নং বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি আমাদের এলাকায় শিক্ষার আলো ছড়াতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে অনেকে পরবর্তীতে উচ্চ শিক্ষা লাভ করেছে। স্কুলে বর্তমানে ছাত্রছাত্রীর
সংখ্যা ১০৫ জন।’

তারা আরও উল্লেখ করেন, ‘এলাকায় এই বিদ্যালয়টি ছাড়া আর কোন প্রাইমারী স্কুল নেই। আমরা সবাই গরীব ও কৃষিজীবী হওয়ায় এলাকার বাইরে কোন স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করিয়ে দেয়ার কথা আমরা চিন্তাও করতে পারি না। তাই আমরা আমাদের ছেলেমেয়েদের শিক্ষা নিয়ে ভীষণ দুচিন্তা ও উদ্বেগের মধ্যে রয়েছি।’

উক্ত স্বারকলিপিতে তিন দফা দাবিও পেশ করা হয়। দাবীগুলো হল: ১. বিজিবি’র ৫১ ব্যাটলিয়ন কর্তৃক দখলকৃত ২নং বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রমজানের ছুটি শেষ হওয়ার পূর্বে পুনরুদ্ধার বা দখলমুক্ত ও চালু করে আমাদের ছেলেমেয়েদের শিক্ষা জীবন নিশ্চিত করা। ২. বিজিবির ৫১ ব্যাটালিয়ন-এর সদর দপ্তর অন্যত্র স্থাপনের জন্য সরকার ও বিজিবির কাছে জোর সুপারিশ করা ও ৩. যদি বেদখলের কারণে স্কুল ভবন অথবা জমি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার জন্য বিজিবির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা।

তবে সরেজমিনে বাবুছড়া ৫১ বিজিবি ব্যাটালিয়ন এলাকা ঘুরে দেখা গেছে, ২নং বাঘাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজিবি ব্যাটালিয়ন এলাকার ভিতরে হলেও বিদ্যালয়টিতে পড়ুয়া স্থানীয় ছাত্র-ছাত্রীদের যাতায়াত সুবিধার জন্য আলাদা রাস্তা করে দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন