দীঘিনালায় চলছে ঈদের আনন্দ: সেনা জোনে ঈদের সৌজন্য সাক্ষাত ও প্রীতিভোজ অনুষ্ঠিত

 

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

রমজানের রোজার শেষে সাম্য ভ্রাতৃত্বের মহান বাণী নিয়ে দীঘিনালাতেও আজ পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। পার্বত্য খাগড়াছড়ি জেলার এই উপজেলাটিতে ঈদের প্রদান জামাত অনুষ্ঠিত হয়  দীঘিনালা সদর কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ মাঠে। একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া দীঘিনালায় অন্যান্য ঈদের জামাত অনুষ্ঠিত হয়, বোয়ালখালি (নতুন বাজার) জামে মসজিদে, পুরাতন বাজার ইসলামীয়া মাদ্রাসা ঈদগাহ, জামতলি বাজার জামে মসজিদ ইদগাহ, বাবুছড়া ঈদগাহ, মেরুং ইদগাহ, কবাখালি ইদগাহ মাঠে।

বাংলাদেশে ঈদ উদযাপন এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে এক বড় আনন্দের উপলক্ষ। দেশের সব সম্প্রদায়ের মানুষ এই আনন্দে শরিক হয়। ধনী-গরিব সবাই সাধ্যমতো চেষ্টা করে স্বজন-পরিজন নিয়ে দিনটি উদযাপনের। ঈদের কেনাকাটা সেরে তাই সবাই মাটির টানে ছুটে এসেছে শহর ছেড়ে গ্রামে। স্বজন-পরিজন, বন্ধু-বান্ধবের সঙ্গে মিলনের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে পথে পথে।

ঈদের দিনটিতে সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে দীঘিনালা সেনা জোন (২৮- বীর) সৌজন্য সাক্ষাত ও প্রীতিভোজের আয়োজন করেছে। প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিকবৃন্দের সাথে ঈদের কুশল বিনিময় করেন দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্ণেল লোকমান আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন, জোন উপ-অধিনায়ক মেজর ফিরোজুর রহমান, উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, ভাইস-চেয়ারম্যান সুসময় চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল, দীঘিনালা থানার ওসি (তদন্ত) ঈসরাফিল মজুমদার, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মোসলেম উদ্দিনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রমূখ।

সৌজন্য সাক্ষাত শেষে অতিথিরা জোন সদরের হল রুমে প্রীতিভোজে অংশ নেন। এছাড়া দীঘিনালার বিভিন্ন এলাকায় ছোট বড় সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একে অন্যের বাড়িতে বেড়াতে যাচ্ছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন