দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতেই সাম্প্রদায়িক হামলা: নাইক্ষ্যংছড়ি থানার ওসি

thana-oc-nc-news-pic-2-copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ কবির বলেছেন, ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত হানলে কেউ মেনে নিতে পারেনা। এর এটি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার আকারে ছড়িয়ে পড়ে তাহলে নি:সন্দেহে দাঙ্গা হাঙ্গামার মত ঘটনা ঘটে। আর একটি কুচক্রি মহল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে টার্গেট নিয়ে নাসিরনগরসহ কিছু কিছু স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। তাই দেশের উন্নয়ন কেউ যাতে বাধাগ্রস্থ করতে না পারে সেজন্য কমিউনিটি পুলিশিং ফোরামসহ জনসাধারণ অগ্রণী ভূমিকা রাখতে পারে। শুক্রবার নাইক্ষ্যংছড়ি থানায় কমিউনিটি পুলিশিং ফোরামের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক ক্যউচিং চাক, হাজী এমএ কালাম ডিগ্রী কলেজ অধ্যাক্ষ ও.আ.ম রফিকুল ইসলাম, ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ছালেহ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ ইমরান মেম্বার, কমিউনিটি পুলিশিং ফোরামের দায়িত্বরত কর্মকর্তা এসআই মুনির, আওয়ামী লীগ নেতা মো: শফি উল্লাহ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুর আহামদ কোম্পানী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা ডা: সিরাজুল হক, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, বিজিবি স্কুল প্রধান শিক্ষক নুরুল বাশার।

উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আবদুস সাত্তারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বশির উদ্দিন, থানা জামে মসজিদের খতিব ফরিদুল আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, মীর আহামদ প্রমূখ।

সভায় অন্যান্য বক্তারা বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। সকল ধর্মের মানুষের এই দেশে বসবাস করার অধিকার রয়েছে। কমিউনিটি পুলিশিং সদস্যদের নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন