নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

final

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
সারা দেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতেও আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। “স্বাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূলকথা” স্লোগান নিয়ে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী পূর্বক উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহামদ বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। পাহাড়ী এ উপজেলাসহ দেশে শিক্ষা ক্ষেত্রে অকল্পনীয় উন্নয়ন হয়েছে। আমাদের মত অনুন্নত দেশে শিক্ষার অগ্রযাত্রাকে পার্শ্ববর্তী দেশগুলো অনুসরণ করছে। তাই শিক্ষা সেক্টর নিয়ে কেউ বিরোধীতা করার কোন সুযোগ নেই। আগামীতে মফস্বলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে সরকার।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু শাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম বলেন, সরকার উপজেলা পর্যায়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষা প্রসারের জন্য কাজ করছে। এ ধারাবাহিকতায় আগামীতে ৫৩টি সরকারী স্কুলের যেখানে বিদ্যুৎ নেই সেখানে সৌর প্যানেল, প্রজেক্টর, ল্যাপটপ প্রদান করা হবে। এতে করে মফস্বলের মেধাবী শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের শিক্ষার হার অতিক্রম করতে পারবে বলে তিনি মনে করেন।

স্বাগত বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহামদ বলেন, দক্ষতার সাথে স্বাক্ষরতার অর্জন করার সরকারী উদ্যোগ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের অবদান রাখতে হবে। জীবন চলার প্রথম হাতিয়ার হচ্ছে শিক্ষা। আর বিগত কয়েক বছরে উপজেলায় শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে জানিয়ে আগামীতে এ ধারাবাহিকতা জাতীয় অর্জন অতিক্রম করার মানসিকতায় অবদান রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার আচর্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, বান্দরবান আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আলহাজ্ব খায়রুল বাশার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি চোচু মং মার্মা। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বাইশারী উপজেলার বাইশারী ইউনিয়নে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে-

মঙ্গলবার সকাল ১০ টায় বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্যঅং চাকের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাইশারীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূনরায় স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আলম, পরিচালনা কমিটির সদস্য জলিলুর রহমান, সহাকারি শিক্ষিকা তারেকা পারভিন, জোবেদা খানম, রওজাত আরা বেগম, সহকারী শিক্ষক মিজানুর রহমান, মোঃ বেলাল, নিখিল বড়ুয়া প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন