নাইক্ষ্যংছড়িতে ভোটার নিবন্ধনে অনিয়মের অভিযোগ

fec-image

অনিয়ম

মো. আবুল বাশার নয়ন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় হালনাগাদ ভোটার তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। যাচাই বাচাই শেষে আগামী ১০ সেপ্টেম্বর বৈধ ফরমের অনুকূলে ব্যাক্তিদের ছবি তোলা হবে। এর আগে গত ১৬ আগস্ট নাইক্ষ্যংছড়ি উপজেলার পাচঁ ইউনিয়নে হালনাগাদ কার্যক্রমে ৯জন সুপারভাইজার ও ৪৫জন তথ্য সংগ্রকারী নিয়োগ করে উপজেলা নির্বাচন অফিস। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুসারে ৩০ আগস্ট উপজেলায় ভোটার তথ্য সংগ্রহের কাজ শেষ হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লক্ষ্যমাত্রার পার্সেন্ট অনুযায়ী পাচঁ ইউনিয়নে ৩৪২৫টি ভোটার নিবন্ধন ফরম বিতরণ করা হয়।

বিভিন্ন এলাকার ভোটার হওয়ার যোগ্য অনেকে এ প্রতিবেদককে বলেন- নির্বাচন কমিশন প্রচারণার মাধ্যমে বাড়ি-ঘরে গিয়ে তথ্য সংগ্রহণের কাজ করার কথা থাকলেও অনেক এলাকায় এ নির্দেশনার বিপরীত দেখা গেছে। ভোটার হওয়ার যোগ্য ব্যাক্তিরা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের বাড়ি গিয়েও কোন সুরাহা হয়নি। ফরম সংকটের কথা বলে তাদের বিদায় করা হয়েছে বলে জানান- নাইক্ষ্যংছড়ি সদরের সাইফুল ইসলাম, তাহমিনা আক্তার, রিনা আক্তার, আফতাব উদ্দিনসহ অনেকে।

একই অভিযোগ করেন বাইশারী, দোছড়ি, ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নের বাসিন্দারাও। তাদের অভিযোগ তথ্য সংগ্রহকারীরা বাড়িতে যাননি। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদে ব্যবহৃত মোবাইল ফোন পর্যন্ত বন্ধ পাওয়া যায়।

তবে এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী এ প্রতিবেদকে জানান- তাদের যে পরিমাণ ভোটার নিবন্ধন ফরম সরবরাহ করা হয়েছে তার দ্বিগুন ফরম এলাকায় প্রয়োজন ছিল। তারপরও নির্বাচন অফিসের তথ্য সংগ্রহকারীদের কাছে থাকা রেজিস্ট্রারে ভোটার হওয়ার মত যোগ্য ব্যাক্তিদের তথ্য সংগ্রহ করা হয়।

জানা গেছে, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ১০৩৬টি, বাইশারী ইউনিয়নে ৭৯৪টি, ঘুমধুম ইউনিয়নে ৮৯৪টি, দোছড়ি ইউনিয়নে ৩৯৯টি ও সোনাইছড়ি ইউনিয়নে ৩০৩টি ভোটার নিবন্ধন ফরম পূরণ করা হয়েছে। নিবন্ধিত এসব ভোটার ১ সেপ্টেম্বর থেকে যাচাই বাছাই করবেন উপজেলার বিশেষ কমিটি।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ির অরুন উদয় ত্রিপুরার নিকট জানতে চাইলে তিনি এ প্রতিবেদকে বলেন- লক্ষ্যমাত্রার ১০ পার্সেন্ট তথ্য সংগ্রহকারীদের মাঝে বিতরণ করা হয়েছে। তারপরও কেউ বাদ পড়লে তথ্য সংগ্রহকারীদের সাথে যোগাযোগ করে রেজিষ্ট্রারে নাম অর্ন্তভুক্তির কথা জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন