নানিয়ারচরে বিএনপির বিক্ষোভ

fec-image

দ্রব্যমূল্যের ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার ঘটনায় রাঙামাটির নানিয়ারচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলা সদরের চৌরাস্তার মোড়ে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি সহ-ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।

এসময় রাঙামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপু, সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির, সহ-সাধারণ সম্পাদক এজাজা নবী রেজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, তাঁতীদল সভাপতি আনোয়ারুল আজিম, জাসাস সভাপতি আবুল হোসেন বালি, মহিলা দল সভাপতি নুর জাহান বেগম পারুল, নানিয়ারচর উপজেলা সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেনসহ ছাত্রদল, যুবদল, মৎসজীবি দল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিট কমিটি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে সেটা আমরা বিশ্বাস করতে পারছিনা। সংবিধানকে আমরা মান্য করি কিন্তু সেই সংবিধান হতে হবে জনগণের আস্থার। সংবিধান পরিবর্তনশীল, তাই সংবিধানে নিরপেক্ষ সরকার ব্যবস্থা রেখেই আগামী নির্বাচন ঘোষণা করতে হবে। তবেই দেশের সাধারণ জনগণ স্বস্তি ফিরে পারে। দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া দামে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ হবে।

এর আগে নানিয়ারচর সেতু অবতরণ স্থল হতে একটি বিক্ষোভ মিছিল বের করে দলটি। নানিয়ারচর বাজার হতে নানিয়ারচর মডেল মসজিদ এলাকা প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেয় সংগঠনের নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নানিয়ারচর, বিএনপি, বিক্ষোভ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন