পানছড়িতে পার্বত্য শান্তিচুক্তির ১৮তম বর্ষপূর্তি পালিত

2 dec Pic

পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে পার্বত্য শান্তিচুক্তির ১৮ তম বর্ষপূর্তি। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। যার পর থেকে পার্বত্য এলাকায় বইছে শান্তির সু-বাতাস।

তাই প্রতি বছর ২ ডিসেম্বর দিনটি উপলক্ষে বিজিবি কর্তৃক নানা অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় ২০ বিজিবি লোগাং জোনের উদ্দ্যেগে বুধবার সকাল দশ’টা থেকে এক বর্ণ্যাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীর নেতৃত্ব দেন ২০ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে: কর্ণেল মো: আতিকুর রহমান. সহকারী পরিচালক মো: রহমত উল্লাহ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পানছড়ি ডিগ্রী কলেজ অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন সংগঠনের গন্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বিকাল তিনটায় লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে লোগাং জোনের উদ্যেগে এক প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হবে।।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন