পাহাড়ের বাঁকে বাঁকে আ.লীগ সরকার উন্নয়ন করেছে: অংসুই প্রু চৌধুরী

fec-image

পাহাড়ের বাঁকে বাঁকে আওয়ামী লীগ সরকার উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, বাংলাদেশ নিয়ে যেমন ষড়যন্ত্র চলছে তেমনি পাহাড় নিয়ে ষড়যন্ত্র চলছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ঐক্যবদ্ধ। সকল ষড়যন্ত্র সাহসিকতার সাথে মোকাবিলা করা হবে। দেশের উন্নয়নে, জনগণের নিরাপত্তার স্বার্থে সরকার যা কিছু করার দরকার তাই করবে।

এদিকে সভায় কাপ্তাই হ্রদ নিয়ে ভাবনা, জেলার অবকাঠামোগত উন্নয়ন, ঠেগামুখ স্থল বন্দর কাজের অগ্রগতি, যোগাযোগ ব্যবস্থার উন্নতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তারা আলোচনা করেন। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান নানা সমস্যার দূরীকরণ এবং অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে ইতিবাচক আলোচনা করেন এবং প্রস্তাবনাগুলো প্রধানমন্ত্রী বরাবরে পাঠানো হবে বলেও জানান।

এসময় পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তপন কুমার পালসহ স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আ. লীগ, উন্নয়ন, পাহাড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন