পাহাড়ে কৃষি বিল্পব ঘটাতে সরকার নানামুখি কাজ করে যাচ্ছে : বীর বাহাদুর

Bandarban MP pic-2 18.4

স্টাফ রিপোর্টার:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, সরকার পার্বত্য চট্টগ্রামে কৃষির উৎপাদন বাড়াতে নানামুখি কার্যক্রম পরিচালনা করে আসছে। কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও বিনামূল্যে সার-বীজ-কীটনাশক, পাওয়ার টিলার বিতরণ করেছে। এছাড়া কৃষিকে লাভজনক করে তুলতে বিভিন্ন সারের মূল্য কমিয়েছে আওয়ামী লীগ সরকার।

শনিবার দু’দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচায, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য ও কৃষি বিভাগের আহবায়ক ক্যাসা প্রু।

বীর বাহাদুর বলেন, কৃষি পণ্য বাজারজাত করতে প্রধান সড়কের রাস্তার পাশে সরকার শেড তৈরী করেছেন। বান্দরবান শহর ও দেশের অন্য প্রান্তে কৃষকদের অতি দ্রুত কৃষি পণ্য পাঠাতে সহজতর হয় সে জন্য রুমা ও থানছি উপজেলায় সাঙ্গু ব্রীজ নির্মাণ করেছে। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নতুন নতুন সড়ক ও ব্রীজ নির্মাণ করা হয়েছে।

kris1এসময় প্রধান অতিথি বিভিন্ন স্টল, বিভিন্ন ফলমূল, সবজির প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন