পেকুয়ায় ইউপি সদস্য হত্যার ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার- ৪

ফলোআপ

নিজস্ব প্রতিনিধি:

পেকুয়ায় সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন (৭০) হত্যার ঘটনায় থানায় মামলা রেকর্ড় করা হয়েছে। গতকাল বুধবার রাতে দেলোয়ার হোসেনের ছেলে সালাহ উদ্দিন বাদি হয়ে পেকুয়া থানায় ১৮জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০২/১৬।

পুলিশ ওইদিন রাতে ৪জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকার মৃত. আব্দুর রহমানের ছেলে গিয়াস উদ্দিন প্রকাশ মনু (৩০), মৃত. আলী আকবরের ছেলে মোস্তাফিজুর রহমান (৪০), আলী আহমদের রবিউল আলম (১৪) ও আব্দুল মালেকের ছেলে নবীর হোসেন (২৫)। মামলার অপর আসামিরা হলেন একই এলাকার শামসুল আলমের ছেলে মনছুর আলী (৩০), আব্দুল খালেকের ছেলে মোকতার আহমদ (৪৫), জাকের হোসেন (৩৫), কবির হোসেন (২৩), আকতার আহমদ (৪২), রমযান আলী (৩৫), কোরবান আলী (৩৩), জাবের আহমদের ছেলে জহির আলম (৩৮), মৃত আব্দুর রহমানের ছেলে শামসুল আলম (৫০), মৃত. আব্দুল হাকিমের ছেলে নাজেম উদ্দিন (৩৫), আকতার আহমদের ছেলে ভেট্টা মিয়া (২৫), আহমদ আলীর ছেলে নাজেম উদ্দিন সর্দার (৩৮), পশ্চিম বাজার পাড়া এলাকার হোছাইন আলীর ছেলে জিয়াবুল করিম প্রকাশ বুলু (৩৯) ও মৃত. মোস্তাক আহমদের ছেলে সেলিম উদ্দিন (৪০)। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান এর সত্যতা স্বীকার করেছেন।

গ্রেফতারকৃতদের বৃহষ্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাসূত্রে জানা গেছে গত মঙ্গলবার রাতে রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকার মৃত. আশকর আলীর ছেলে দেলোয়ার হোসেন প্রকাশ দেলুকে মুঠোফোনে ভোজনভোজে নিমন্ত্রন জানিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে আসামিরা পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন