পেকুয়ায় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে জিয়া কলেজের ৩ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে পেকুয়া উপজেলার আওতাধীন শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ ছাত্রদল শাখার সাধারণ সম্পাদকসহ ৩জনকে বহিষ্কার করছে উপজেলা ছাত্রদল।

জানা যায় উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহের নিদের্শক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদল জিয়া কলেজ শাখার সাধারণ সম্পাদক রাজু আহমদ, পূর্ব জোন ছাত্রদলের সদস্য এরশাদ, পশ্চিম জোন ছাত্রদলের সদস্য সায়েম খাঁন বাবুকে উপজেলা ছাত্রদলের আওতাধীন সকল পদ ও সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরান জাদিদ মুকুটের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে উপজেলা ছাত্রদলের আওতাধীন শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ শাখার সাধারণ সম্পাদক রাজু আহমদকে বহিস্কার করায় এ শূন্য পদে উক্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুককে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন