পৌর কাউন্সিলর পরিমলের ওপর সন্ত্রাসী হামলা

Untitled-2 copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ পরিমল দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের অপর্ণা চৌধুরী পাড়া এলাকায় মুখোশধারী ৩০-৪০জন দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ধারণা করা হচ্ছে সন্ধায় পৌরসভার শালবন এলাকার বাসিন্দা শামীম নামে এক যুবকের বিচার করার ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে।

মুঠোফোনে কাউন্সিলর পরিমল দেবনাথ বলেন, রাত সাড়ে ১০টার দিকে অপর্ণা চৌধুরী পাড়া এলাকার নিজস্ব জায়গার ওপর তিনি ও তার এক সহযোগী কথা বলছিলেন। এ সময় অতর্কিত ভাবে  ৩০-৪০জন মুখোশধারী দা-কিরিচ ও লাঠিসোঠা নিয়ে তাদের ঘিরে ফেলে।  লাঠি দিয়ে আঘাত করে। প্রাণ বাঁচাতে দৌঁড়ে পালালে তারা আমার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন মুঠোফোনে জানান, প্যানেল মেয়র পরিমল দেবনাথের তথ্যের ভিত্তিতে শালবন এলাকায় শামীমের বাড়িসহ আশপাশের এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন