বরইতলীতে সন্ত্রাসীদের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ ৫ জন আহত

নিজস্ব প্রতিনিধি :
পেকুয়া উপজেলার পার্শ্ববর্তী বরইতলী ইউনিয়নের পহরচাঁদা খাজানগর এলাকায় সন্ত্রাসীদের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হল: কবির আহমদের স্ত্রী জন্নাত আরা বেগম, শওকত আকবরের স্ত্রী মালেকা বেগম, রবি আলমের স্ত্রী সায়েরা বেগম, এসএসসি পরীক্ষার্থী রেনু আরা বেগম, মৃত আবদুর রহমানের পুত্র কবির আহমদ।

আহতদের চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারী বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এজাহার সুত্রে জানা যায়, মৃত আবদুর রহমানের পুত্র কবির আহমদ গংদের সাথে একই এলাকার মৃত হাজী ফজলুর রহমানের পুত্র আবদুল মোনাফ গংদের বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে ঘটনার দিন বিবাদীগন বাদীর বসতভিটা জবরদখল করতে চাইলে বিবাদীগন দা, কিরিচ, লোহার রড, লোহার শাবুল, লাঠি দিয়ে বাদীগনের উপর হামলা করে।

হামলায় এস,এস,সি পরীক্ষার্থীসহ ৫ জনকে গুরুতর আহত করে। এ সময় বিবাদীগন বাদীর বসতভিটার ঝলি, বেড়া ভাংচুর করে। তাছাড়া বিবাদীগন আট আনা ওজনের স্বর্ণের চেইন, ঘরের টিন, ঝলি, বেড়া, গোয়াল ঘর, খড়ের গাধা ভাংচুর করে দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এ ব্যাপারে চকরিয়া থানায় মামলার প্রস্ততি চলছে জানা যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন