বাংলাদেশের নদী ড্রেজিংয়ে সহায়তার প্রস্তাব চীনের

fec-image

বাংলাদেশে বন্যা পরিস্থিতি মোকাবিলায় নাব্য বাড়াতে নদী ড্রেজিংয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন।

বুধবার (৫ জুলাই) মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এমন প্রস্তাব দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, জলবায়ু পরিবর্তন নিয়ে মতবিনিময়কালে বিদ্যমান বর্ষা এবং দেশের সম্ভাব্য বন্যা পরিস্থিতির উপর এর প্রভাব, বিশেষ করে আকস্মিক বন্যার ঘটনা নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন মানবিক কারণে বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের স্বদেশে প্রত্যাবাসন সহজতর করার প্রচেষ্টা পর্যালোচনা করেন।

তারা বিভিন্ন বহুপক্ষীয় ও আন্তর্জাতিক ফোরামে চলমান দ্বিপক্ষীয় সহযোগিতা পর্যালোচনা করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বৈশ্বিক দক্ষিণের বৃহত্তর সম্মিলিত স্বার্থে ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা’ আরো জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক বাংলাদেশে প্রবর্তিত কমিউনিটি ক্লিনিকসহ উদ্ভাবনী পদ্ধতির কথা উল্লেখ করেন, যা এখন আন্তর্জাতিকভাবে প্রশংসিত।

মোমেন বলেন, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ জনগণের কল্যাণে চীনের অনেক ব্যবহারিক, সহজ ও কার্যকর উদ্ভাবন প্রয়োগ করতে পারে।

চীনা রাষ্ট্রদূত চীনের সহায়তায় বাংলাদেশে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন উন্নয়ন অংশীদার হিসেবে চীনকে ধন্যবাদ জানান।

তিনি আরো কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও দক্ষতা হস্তান্তরের সুবিধার্থে বাংলাদেশে চীনের বৃহত্তর বিনিয়োগকে উৎসাহিত করেন।

মোমেন দু’দেশের মধ্যে বিশাল বাণিজ্য ভারসাম্যহীনতা হ্রাসে উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন। সূত্র : ইউএনবি

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চীন, নদী ড্রেজিং, বাংলাদেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন