বান্দরবানে দেড় কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

fec-image

বান্দরবানে ৩টি মামলার আলামত হিসেবে জব্দকৃত দেড় কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে বান্দরবান আদালত চত্বরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমানের নির্দেশনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূরুল হকের উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়।

আদালত সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানার জব্দকৃত ৩টি মামলায় দেশি চোলাই মদ ১০ লিটার, আফিম ১ কেজি ২০০ গ্রাম ও ১৫০ পিস ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় । যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ ৪৬ হাজার টাকা।

এসময় উপস্থিত ছিলেন কোর্ট পরিদর্শক একে ফজলুল হক, বান্দরবান সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই রাহুল রায় মিশু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপ-পরিদর্শক মো. আফজাল, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত, জি আরও বিশ্বজিৎ, কনস্টেবল মো. আরিফ, মনি কুমার ত্রিপুরা ও কনস্টেবল সাদেক প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, মাদক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন