বান্দরবানে পর্যটকদের কাছ থেকে গলাকাটা ভাড়া আদায়ের অভিযোগ

xcdf5

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে ভ্রমণে আসা পর্যটকদের কাছ থেকে গলাকাটা ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় না করতে জেলা প্রশাসনের কঠোর নির্দেশনা সত্ত্বেও জেলা সদরের প্রাইভেট জীপ যানবহনগুলোর মালিক-শ্রমিকরা ঈদের পরদিন থেকেই পর্যটকদের কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করছে।

ফলে পর্যটকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং পদে পদে হয়রানির শিকার হচ্ছেন বলেও গুরুতর অভিযোগ উঠেছে। এর ফলে বান্দরবানের সুনাম নষ্ট হচ্ছে। এনিয়ে প্রশাসন পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া খবর পাওয়া যায়নি।

জানা গেছে, গত ২৮ জুলাই থেকে ৩আগষ্ট পর্যন্ত ৭দিনেই জেলা সদর এবং অন্যান্য এলাকায় অন্তত ৩ লাখ পর্যটকের আগমন ঘটে। জেলা শহরের শতাধিক হোটেল,মোটেল ও গেষ্টহাউস আগামী ১০ আগষ্ট পর্যন্ত বুকিং রয়েছে। প্রতিদিনই হাজার হাজার পর্যটকের যাতায়াত ঘটছে এ জেলা শহরে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন